অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা:
তাহলে সরকারি খরচে আইনগত সহায়তা পাবেন।
সব ধরনের ফৌজদারী ও দেওয়ানী মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়। যেমন -
ফৌজদারী |
ফৌজদারী |
দেওয়ানী |
চুরি, ডাকাতি, ছিনতাই |
অবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধ |
সমত্মানের অভিভাকত্ব |
স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর বিয়ে |
মার-পিট বা যে কোন শারীরীক আঘাত |
ভরণপোষন ও দেনমোহর আদায় |
শারীরিক নির্যাতন |
হত্যা |
বিবহি বিচ্ছেদ |
যৌতুক দাবী, যৌতুকের জন্য নির্যাতন |
আত্ন হত্যার প্ররোচনা |
সম্পত্তির পূনরম্নদ্ধার |
এসিড নিক্ষেপ |
প্রতারণা, জালিয়াতি |
দলিল বাতিল |
পাচার |
মাদক সংক্রামত্ম অপরাধ |
স্থায়ী নিষেধাজ্ঞা |
অপহরণ |
পর্ণগ্রাফী |
সম্পত্তি বন্টন বা বাটোয়ারা |
ধর্ষণ |
মানহানি |
ঘোষনা মূলক মামলা |
আইন শৃঙ্খলা বাহিনী কতৃক আটক বা গ্রেফতার |
|
চুক্তি সংক্রামত্ম মামলা |
ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আইনগত দিক:
সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির যোগ্যতাঃ
কোথায় আবেদন ফরম পাবেন-
কখন এবং কোন মামলায় সহায়তা পাবেন?
জেলা লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবাসমূহ?
লিগ্যাল এইড প্রার্থীদের জন্য সুবিধাদি :
লিগ্যাল এইড প্রার্থীর প্রধান করণীয় :
সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির আবেদন ফরম ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
স্থানীয়ভাবে আইন সহায়তা পাওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন:
আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদে কর্মরত সচিব এর সাথে।
ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভায় কি কি বিষয় আলোচনা করা যেতে পারে ?
ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভায় ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের তদারকি ও মূল্যায়ন, জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে সমন্বয়, লিগ্যাল এইড সেবা এবং এর কার্যক্রম উন্নয়নে জেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির নিকটে বিচারপ্রার্থী জনগণের প্রত্যাশা, আইনগত সহায়তা প্রার্থীদের জেলা কমিটিতে প্রেরণ এবং আইন ও লিগ্যাল এইড বিষয়ে সচেতনতা কর্মসূচির সর্বশেষ অগ্রগতির বিষয়ে আলোচনা করা যেতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস