ইউনিয়নের সেবা কিভাবে পাবেন
০১. বিভিন্ন সরকারী ফরম
০২. পাবলিক পরীক্ষার ফলাফল
০৩. অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি
০৪. অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন
০৫. জমির পচাঁ তোলা যায় এবং
০৬. ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য :
০১. কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি।
০২. জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে।
০৩. অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা:
০১. মোবাইল ব্যাংকিং।
০২. ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা।
০৩. কম্পিউটার প্রশিক্ষণ।
০৪. ছবি তোলা ও ছবি থেকে ছবি তৈরী করা।
০৫. ইন্টারনেট ব্রাউজিং।
০৬. ইমেইল, চাকুরির তথ্য।
০৭. কম্পিউটার কম্পোজ করা।
০৮. ভিসা আবেদন ও ট্র্যাকিং করা হয়।
০৯. দেশে-বিদেশে ভিডিও কনফারেন্সিং( ভিডিও কথা বলা যায়)।
১০, বিমান টিকিট বিক্রয় ও পাসপোট এর ফরম পূরণ করা হয়।
১১. সচেতনতামূলক ভিডিও শো এবং প্রজেক্টার ভাড়া দেওয়া হয়।
১২. প্রিন্টিং ও স্ক্যানিং করা হয়।
১৩. ফটোকপি ও লেমিনেটিং করা হয়।
১৪. যে কোন মোবাইল সীম কাডে ফ্লেক্সিলোড এবং ফোন কল করা যায়।
১৫. অনলাইনের মাধ্যমে যে কোন প্রকার আবেদন ফরম পূরণ করা হয়।
১৬. বিদ্যুৎ বিল গ্রহণ করা হয়।
১৭. অনলাইনে জমির নামজারী।
স্বাস্থ্য বিষয়:
ঢাকা আয়শা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর অভিজ্ঞ ডাক্তারের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোগী দেখা হয়।
যে সকল বিশেষজ্ঞ রোগী দেখবেন তাদের নাম নিন্মে দেওয়া হল।
মেডিসিন বিশেষজ্ঞ ডা: ফাতেমা আহমেদ এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ইন্টারনাল মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ কনসাল্যান্ট – মেডিসিন বিভাগ, বারডেম, ঢাকা। |
মেডিসিন বিশেষজ্ঞ ডা: এম এ হাসনাত এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) এমডি (কার্ডিওলজী-থিসিস) ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজি’তে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। কনস্যালট্যান্ট মেডিসিন, হৃদরোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। |
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা: বিগ্রে: জেনা: (অব) এ. বি.এম সাইয়ীদ হোসেন এমবিবিএস (ঢাকা), ডিসিএন (লন্ডন), ট্রেইন্ড ইন নিউরোলজী (প: জার্মানী) ট্রেইন্ড ইন ইন্টারনাল মেডিসিন (পাকিস্তান), এক্স-এডভাইজার স্পেশালিস্ট ইন মেডিসিন এন্ড নিউরোফিজিসিয়ান, সি.এম.এইচ, ঢাকা। |
মেডিসিন ও পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ লে: কর্ণেল ডা: নিয়ামুল গণি চৌধুরী এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), ডিপ্লোমা ইন গ্যাষ্ট্রোএন্টেরোলজি (চায়না) ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ও গ্যাস্টোএন্টারোলজিস্ট সহযোগী অধ্যাপক – মেডিসিন বিভাগ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা। |
হৃদরোগ বিশেষজ্ঞ ডা: কর্ণেল মামুনুর রহমান এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), পোষ্ট ফলোশীপ ট্রেনিং অন কার্ডিওলজী (সৌদি আরব ও পাকিস্তান) ইন্টারভেশনাল কার্ডিওলজিষ্ট, সিএমএইচ, ঢাকা ক্যান্ট: |
লিভার রোগ বিশেষজ্ঞ ডা: ফাওয়াজ হোসেন শুভ এমবিবিএস (ডিএমসি), এমডি (হেপাটোলজি), এন্ডোস্কোপিষ্ট এন্ড কোলনোস্কোপিস্ট লিভার রোড, মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টেরোলজিষ্ট |
বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: সৈয়দন রেজাউল হক এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (আমেরিকা) এমসিপিএস (মেডিসিন), ডিটিসিডি (চেষ্ট), এমডি (চেষ্ট-থিসিস), এ্যাজমায় উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত (ব্যাংকক) সহকারী অধ্যাপক, রেসপাইরেটরী মেডিসিন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল |
সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক বিগ্রে: জেনা: মো: জাহাঙ্গীর হোসেন এমবিবিএস, এফসিপিএস, এফাআইসিএস জেনারেল, কলোরেক্টাল (অর্শ্ব, এনাল ফিসার) এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন এক্স-চীপ সার্জন এন্ড এ্যাডভাইজার, সিএমএইচ, ঢাকা। |
জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারী বিশেষজ্ঞ ডা: ইমতিয়াজ ফারুক এমবিবিএস, এফসিপিএস (সার্জারী) জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন সহকারী অধ্যাপক, সার্জারী বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল। |
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ লে: কর্ণেল (অব:) ডা: নুরুন নাহার হোসাইন এমবিবিএস (ঢাকা), ডিজিও (ডি.ইউ) এক্স-গাইনোকোলজিষ্ট, সিএমএইচ, ঢাকা। |
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা: নিগার সুলতানা এমবিবিএস, এফসিপিএস (গাইনি ও প্রসূতি) সহাকরী অধ্যাপিকা, গাইনি ও প্রসূতি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,ঢাকা।
|
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা: রাবেয়া আক্তার এমবিবিএস, ডিজিও (ঢাবি) Fellow-WHO ইন গাইনি অনকোলজী (ব্যাংকক) কনসালটেন্ট, গাইনি ও প্রসূতি বিভাগ, মিডফোর্ড হাসপাতাল |
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা: হাসিনা বেগম এমবিবিএস, এমএস (গাইনি – অবস) কনসালট্যান্ট গাইনোকলজিস্ট এন্ড অবসটেট্রিসিয়ান প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল |
গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা: নার্গিস আকতার এমবিবিএস (ঢাকা), এফসিপিএস (গাইনি) এমএস (গাইনি) এমসিপিএস, ডিজিও, এমআরসিওজি – ১ম পর্ব (লন্ডন) এফআইসিএস (আমেরিকা) বন্ধ্যাত্ব ও ল্যাপারস্কোপিক সার্জারীতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সহাকরী অধ্যাপক (গাইনি ও অবস) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। |
শিশুরোগ বিশেষজ্ঞ ডা: এম মনির হোসেন এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস, এমডি, পিএইচডি, এফআরসিপিএস (ইউ.কে), এফআরসিপি (গ্লাসগো) শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক, নিওন্যাটোলজি বিভাগ ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা। |
অর্থোপেডিক সার্জন ডা: মো: ফজলুল হক কাশেম এমবিবিএস, এমএস (অর্থো) ফেলো আর্থোস্কপি এন্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট (ইন্ডিয়া), অর্থোপেডিক ও ট্রমা সার্জন কনস্যালট্যান্ট, জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ। |
অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন (মেরুদন্ডি) সার্জন মেজর ডা: আব্দুল মান্নান (অব:) এমবিবিএস, পিজিসি (সার্জারী), এমএস (অর্থো) ফেলো অর্থোস্কি এন্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট (ইন্ডিয়া) অর্থোপেডিক, স্পাইন ও ট্রমা সার্জন এক্স কনসালট্যান্ট – এপোলো হসপিটালস ঢাকা ও সিএমএইচ, ঢাকা ক্যান্ট:
|
ইউরোলজী বিশেষজ্ঞ লে: কর্ণেল ডা: এ এস এম শামীম ওয়াহেদ এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এফসিপিএস (ইউরোলজী) ইউরোলজিষ্ট (কিডনী, মূত্রনালী, প্রষ্টেট ও যৌনাঙ্গ রোগ বিশেষজ্ঞ সার্জন) সিএমএইচ – ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। |
নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা: মাহমুদুল হাসান এমবিবিএস, এফসিপিএস (ইএনটি) সহযোগী অধ্যাপক, নাক, কান ও গলা রোগ বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। |
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা: জহুরুল হক এমবিবিএস, ডিএলও, এফসিপিএস সহকারী অধ্যাপক, নাক-কান-গলা রোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রতিদিন: বিকাল ৫.০০ টা – সন্ধ্যা ৬.৩০ টা (শুক্রবার বন্ধ)
|
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা: নাসিমুল জামাল এমবিবিএস, ডিএলও ট্রেইন্ড ইন মাইক্রো ইয়ার সার্জারী – ব্রেডফোর্ড (ইংল্যান্ড) ট্রেইন্ড ইন হেড নেক সার্জারী – বার্মিংহাম (ইংল্যান্ড) কনসালট্যান্ট ইএনটি টি ও হেডনেক সার্জন, সাহিক, ঢাকা |
বক্ষব্যাধি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো: জাকির হোসেন সরকার এমবিবিএস, ডিটিসিডি (চেষ্ট), এমডি (চেষ্ট) যক্ষ্মা, ব্রংকাইটিস, এ্যাজমা, ঘুমের মধ্যে নাক ডাকা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, রেসপাইরেটরী মেডিসিন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
|
চর্ম-যৌন রোগ বিশেষজ্ঞ ডা: পারভীন সুলতানা এমবিবিএস, ডিডিভি চর্ম-যৌন ও সেক্স রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডার্মাটোলজিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
|
মানসিক রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা: সাজ্জাদুর রহমান এমবিবিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি) মানসিক রোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস